ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রাস্তায় ঘোরাঘুরি করায় ঢাকায় ৫০ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাস্তায় ঘোরাঘুরি করায় ঢাকায় ৫০ জনকে জরিমানা

অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করায় ঢাকায় ৫০ জনকে জরিমানা করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ জনকে ৪৭ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন র‌্যাবের তিনটি ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক সুজয় সরকার জানান, রাজধানীর মিরপুর, রূপনগর, ভাটারা, রামপুরা ও মগবাজার এলাকায় দিনব্যাপী এ অভিযান চালানো হয়।

অভিযানে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকতারুজ্জামান, র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু ৫০ জনকে এ জরিমানা করেন।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সুজয় সরকার।


ঢাকা/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়