ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গ্যাস সিলিন্ডারে মাদক : দুজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪৬, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গ্যাস সিলিন্ডারে মাদক : দুজন কারাগারে

গ্যাস সিলিন্ডারের ভেতর লুকিয়ে রাখা গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. পলাশ মজুমদার (২০) ও মো. মারুফ (২২)।

দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ধানমন্ডি থানা পুলিশ। অপরদিকে, আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার দুপুরের দিকে ধানমন্ডির ১২/এ নম্বর সড়কে গ্যাস সিলিন্ডর বোঝাই একটি পিকআপ ভ্যানকে চ্যালেঞ্জ করে র‌্যাব। পরে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সিলিন্ডারের ভেতর থেকে সাড়ে ১৭ কেজি গাঁজা ও ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

ঢাকা/মামুন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়