ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নিম্ন আদালতও ১৫ জুন পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে চলবে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নিম্ন আদালতও ১৫ জুন পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে চলবে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৫ জুন পর্যন্ত দেশের সব অধস্তন আদালত শুধু ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

শনিবার (৩০ মে) সন্ধ‌্যায় প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মো. আলী আকবর এ বিষয়ে সার্কুলার জারি করেছেন।

এর আগে আগামী ১৫ জুন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ রোধে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ শুধু ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিকেলে অপর একটি সার্কুলারে অধস্তন আদালতও শুধু ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনার সিদ্ধান্তর তথ্য জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ‘বাংলাদেশের প্রধান বিচারপতি মহোদয়ের বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে সিদ্ধান্ত হয় যে, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রামণ রোধ কল্পে  এবং শারীরিক উপস্থিতি ব্যতিরিকে আগামী ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত তথ্যপ্রযুক্তি ব্যবহার শুধুমাত্র ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ পরিচালিত হবে।’

এদিকে ১১টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করে আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

** ১৫ জুন পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতেই চলবে আদালত


ঢাকা/মেহেদী/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়