ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

করোনাভাইরাসে কেন এতো সেলিব্রিটি আক্রান্ত হচ্ছেন?

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাসে কেন এতো সেলিব্রিটি আক্রান্ত হচ্ছেন?

বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য সেলিব্রিটি বা খ্যাতিমান ব্যক্তিত্ব করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কিন্তু সেলিব্রিটিরা কেন এতো বেশি আক্রান্ত হচ্ছেন?

বিষয়টির ব্যাখ্যা দিয়ে ওয়াশিংটন ইউনিভার্সিটির ইভ্যুলুশনারি অ্যান্ড থিওরেটিক্যাল বায়োজলিস্ট কার্ল বার্গস্ট্রোম বলেন, ‘কারণ আমাদের বেশিরভাগের চেয়ে সেলিব্রিটি এবং রাজনীতিবিদরা অন্যের সঙ্গে বেশি সংযুক্ত। কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ভাষায় বলতে গেলে, তারা হচ্ছেন হাইলি কানেক্টটেড নোড।’
বার্গস্ট্রোম আরো বলেন, ‘তারা ভ্রমণ বেশি করেন এবং অনেক বেশির লোকের সাথে ব্যক্তিগতভাবে ইন্টারঅ্যাকশন আরো বেশি হয়। উপরন্তু সেলিব্রিটিদের সঙ্গে সেলিব্রিটিদের ইন্টারঅ্যাকশন হয়ে থাকে।’

রোগ নেটওয়ার্ক মডেল সাজেস্ট করে যে, যখন সংক্রমণ দেখা দেয় তখন শুরুর দিকে গড় নোডের তুলনায় সংযুক্ত নোডে দ্রুত সংক্রামিত হয়।- বলেন বার্গস্ট্রোম।

করোভাইরাস ভয়ংকর আকারে ছড়িয়ে পড়ায় বেশিরভাগ সেলিব্রিটি এখন ইন্টারনেটের মাধ্যমে জনসচেতনায় মনোনিবেশ করছেন। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা রুডি গোবার্ট করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে এক সংবাদসম্মেলনে মজা করে মাইক্রোফোনে হাত ঘষেছিলেন। কিছুদিন পর এনবিএ টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেন, ‘আমি আপনাকে কেবল হাত ধোয়ার কথা মনে করিয়ে দিতে চাই, আপনার মুখ স্পর্শ না করার চেষ্টা করুন এবং মানুষের সাথে অপ্রয়োজনীয় যোগাযোগ এড়াতে চেষ্টা করুন। এই বিষয়টিকে আমি যদি আরো গুরত্ব সহকারে নিতাম...আশা করি প্রত্যেকেই এমনটা করবেন।’

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়