ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘এবং বই’ এর তৃতীয় সংখ্যা প্রকাশিত

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ১৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এবং বই’ এর তৃতীয় সংখ্যা প্রকাশিত

রাইজিংবিডি ডেস্ক : প্রকাশিত হয়েছে বই বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘এবং বই’ এর তৃতীয় সংখ্যা। পত্রিকাটিতে রয়েছে  প্রবন্ধ, বই আলোচনা, সাক্ষাৎকার, বই পরিচিতি ও সাহিত্য সংবাদ।

বাংলাদেশ থেকে প্রকাশিত পত্রিকাটি সম্পাদনা করছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক ফয়সাল আহমেদ। প্রকাশক দ্যু প্রকাশন।

তৃতীয় সংখ্যার প্রচ্ছদ করেছেন নাজিব তারেক। দাম ৫০ টাকা। এ সংখ্যার লেখক তালিকায় আছেন জাকির তালুকদার, হরিশংকর জলদাস, বিধান রিবেরু, মনি হায়দার, সঞ্জয় ঘোষ, শাহ্ মোহাম্মদ মোশাহিদ, মানব গুপ্ত ও আবুল ফজল।

সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, ‘এবং বই’ মূলত বুক রিভিউ বিষয়ক পত্রিকা। তবে এর বাইরেও আমরা প্রবন্ধ, সাক্ষাৎকার, বই পরিচিতি ও সাহিত্য সংবাদ প্রকাশ করছি, এবং তা নিয়মিতভাবেই করব। একটি ভালো বইকে পাঠকের সামনে তুলে ধরতে কাজ করে যাচ্ছি আমরা।

পত্রিকাটি পাওয়া যাচ্ছে ঢাকায়- প্রথমা, পাঠক সমাবেশ কেন্দ্র, পাঠশালা, বিদিত, কবিতা ক্যাফে, সংহতি, বেঙ্গল বই, বাতিঘর (ঢাকা), বাতিঘর (চট্টগ্রাম), বাতিঘর (সিলেট), বিদ্যাসাগর (রাজশাহী), আজাদ অঙ্গন (ময়মনসিংহ) এছাড়া ও অনলাইন বুকশপ বইমেলা ডট কম ও রকমারিতে।


রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৯/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়