ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লিবিয়ায় নৌকাডুবিতে বাংলাদেশি ছিল কি না জানা যায়নি

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৮, ২১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লিবিয়ায় নৌকাডুবিতে বাংলাদেশি ছিল কি না জানা যায়নি

কূটনৈতিক প্রতিবেদক : লিবিয়া উপকূলে নতুন করে নৌকাডুবির ঘটনায় শতাধিক অভিবাসীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় বাংলাদেশের কোনো নাগরিক ছিল কি না তা এখনো জানা যায় নি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এমন তথ্য জানিয়েছে।

জানা গেছে, আন্তর্জাতিক দাতব্য চিকিৎসক সংস্থা মেডিসিন সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতিতে নৌকাডুবির বিষয়টি জানান। একই সঙ্গে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, সঙ্গত সব কারণেই আমরা আশঙ্কা করছি যে, শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। কিন্তু নিশ্চিতভাবে কেউ কোনো দিন তা জানতে পারবে না। তবে তাৎক্ষণিকভাবে লিবিয়ার কোস্টগার্ড কোন মন্তব্য করেনি।

ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমাতে অভিবাসী ও শরণার্থীদের কাছে লিবিয়া একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট।

গত জুলাই মাসেও দেশটির রাজধানী ত্রিপোলির পূর্বে কোমাস উপকূলে প্রায় আড়াইশ’ অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে যায়। যাত্রীদের মধ্যে বেশিরভাগই ইরিত্রিয়া ও সাব-সাহারা অঞ্চলের নাগরিক।

পরে লিবিয়ার কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা একশ’ ৩৪ জনকে উদ্ধার করে। আরও প্রায় একশ’ ১৫ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। চলতি বছরেই ভূমধ্যাসাগরে নৌকাডুবিতে ছয় শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

 

রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৯/হাসান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়