ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

সড়কে গার্মেন্টস শ্রমিকরা, যানজট

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ২২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সড়কে গার্মেন্টস শ্রমিকরা, যানজট

জ্যেষ্ঠ প্রতিবেদক : দ্বিতীয় দিনের মতো শ্যামলীতে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দুই দিকের সড়কে অবস্থান নিয়েছে তারা। সড়কে দেখা দিয়েছে যানজট। পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিজি বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, ‘শ্যামলী স্কয়ারের সামনের দুই পাশে তারা অবস্থান নেয়। তবে দেড়টার  দিক থেকে তারা সড়ক থেকে সরে যাচ্ছে।’

শ্রমিকরা অভিযোগ করেন, পোশাক কারখানার ভেতরে কিছু শ্রমিককে আটকে পুলিশ তালা দিয়ে দিয়েছে। বৃহস্পতিবার আমাদের বকেয়া দেয়ার আশ্বাস দিলেও টালবাহানা করছে মালিকরা। এ কারণে আমরা রাস্তায় নেমেছি।

এদিকে শ্রমিকরা রাস্তায় অবস্থান নেয়ায় দেখা দিয়েছে যানজট। পুলিশ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মানুষ পড়েছে দুভোর্গে।

 

রাইজিংবিডি/ঢাকা/ ২২ আগস্ট ২০১৯/মাকসুদ/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়