ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডেঙ্গু: আক্রান্ত ও সুস্থ হওয়ার হার কাছাকাছি

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ১০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গু: আক্রান্ত ও সুস্থ হওয়ার হার কাছাকাছি

নিজস্ব প্রতিবেদক: বছরের মাঝামাঝিতে আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেলেও চলতি মাসে এতে আক্রান্ত ও সুস্থ হওয়ার হার প্রায় কাছাকাছি রয়েছে।

স্বাস্থ্য অধিপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো গত সাত দিনের পরিসংখ্যান পর্যালোচনা করে এ চিত্র দেখা গেছে।

এতে দেখা গেছে, ৪ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন পাঁচ হাজার ২৩৮ জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৯০৩ জন।

এর মধ্যে, ৪ সেপ্টেম্বর সারা দেশে ৮২০ জন রোগী ভর্তি হন, সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৯৭৪ জন। পরে ৫ সেপ্টেম্বর ৭৮৮ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন এক হাজার পাঁচ জন। আবার ৬ সেপ্টেম্বর নতুন রোগী ভর্তি হন ৭৯৩ জন, সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৮২৭ জন। তেমনি ৭ সেপ্টেম্বর নতুন রোগী ভর্তি হন ৬০৭ জন, সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৪৯৭ জন। গেল পরশু ৮ সেপ্টেম্বর নতুন রোগী ভর্তি হন ৭৬১ জন, সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৯৭৭ জন। গতকাল ৯ সেপ্টেম্বর নতুন রোগী ভর্তি হন ৭১৬ জন, সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৮৫১ জন এবং ১০ সেপ্টেম্বর নতুন রোগী ভর্তি হন ৭৫৩ জন, সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৭৭২ জন।

এদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৯০৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এদের মধ্যে ৭৪ হাজার ৭১৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৭২ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হচ্ছে।


রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৯/নূর/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়