ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শাস্তির আওতায় আনার পরামর্শ সুইজারল্যান্ডের

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাস্তির আওতায় আনার পরামর্শ সুইজারল্যান্ডের

মত প্রকাশে বাধাদানকারীকে শাস্তির আওতায় আনার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত সুইজারল্যান্ডের দূতাবাস।

বুধবার দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় এই পরামর্শ দেয়া হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় শোক জানিয়ে দূতাবাসের পক্ষ থেকে আরো বলা হয়, সুইজারল্যান্ড প্রতিটি ব্যক্তির জীবন ও মত প্রকাশের অধিকারে দৃঢ়ভবে বিশ্বাস করে।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, যারা মানবাধিকারের এই মৌলিক নীতিগুলোকে অচল করে তাদের অপরাধমূলক কার্যক্রম করে, তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা উচিত।

রোববার রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ১৯ জনকে আসামি করে সোমবার চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ।


ঢাকা/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়