ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিএনএ টেস্টে মদিনায় নিহতদের পরিচয় নিশ্চিত করা হবে

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ১৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিএনএ টেস্টে মদিনায় নিহতদের পরিচয় নিশ্চিত করা হবে

সৌদি আরবে ওমরাহযাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১১ বাংলাদেশির পরিচয় জানা যায়নি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় নিশ্চিত করা হবে।

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহানউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাসযাত্রীদের শরীর পুড়ে ছাই হয়ে গেছে। তাই তাদের চেনা যাচ্ছে না। ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হবে।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় নিশ্চিত হতে সৌদি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি।

সূত্র জানায়, দূর্ঘটনায় নিহতদের মধ্যে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং ইয়েমেনের যাত্রী ছিলেন। বাসের চালক ছিলেন সিরিয়ার নাগরিক।

গত ১৬ অক্টোবর মদিনায় এ বাস দুর্ঘটনা ঘটেছে। সেখানে ৪০ জন যাত্রী ছিলেন। বাসটি মদিনা থেকে মক্কা যাচ্ছিল। বাস দুর্ঘটনায় নিহত হন ৩৬ জন। আহত হয়েছেন ৪ জন।

বাসে ১৩ জন বাংলাদেশি ছিলেন। তবে ১৩ জনের মধ্যে ২ জন বাংলাদেশি মদিনা নেমে যান। বাকিরা বাসের অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যান।


ঢাকা/হাসান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়