ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

খেলার মাঠ দখল করে বাজার, ডিএনসিসির উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খেলার মাঠ দখল করে বাজার, ডিএনসিসির উচ্ছেদ

রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে শিশু-কিশোরদের খেলার মাঠ দখল করে অবৈধভাবে বসানো সাপ্তাহিক হাট উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাটটি উচ্ছেদ করা হয়। আদালত পরিচালনা করে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

সাজিদ আনোয়ার জানান, উচ্ছদ অভিযানে খেলার মাঠ দখল করে বসা শতাধিক দোকানের মালামাল ধংস করা হয়। এসময় মাঠের পাশে থাকা পাম্পের ভেতরে রাখা কিছু রিকশা ও ভ্যানগাড়ি গুঁড়িয়ে দেয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি।

তিনি জানান, অভিযানের খবর পেয়ে দখলকারীরা আগেই পালিয়ে যায়। শিশু-কিশোররা খেলাধূলার সুযোগ করে দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাঠটি দখলমুক্ত করা হলো। পুনরায় দখল ঠেকাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'


ঢাকা/নূর/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়