ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ওষুধের দাম ও নকল যাচাইয়ে মোবাইল অ্যাপ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওষুধের দাম ও নকল যাচাইয়ে মোবাইল অ্যাপ

নকল কিংবা ভেজাল ওষুধ চিহ্নিত করতে ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপ্লিকেশন চালু করার পরিকল্পনা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকারের এক প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশের বাইরে থাকায় তার পক্ষে প্রশ্নের উত্তর দেন তিনি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় প্রকল্পটি বর্তমানে পাইলটিং পর্যায়ে রয়েছে।’

তিনি আরো বলেন, “ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিবন্ধন সকল দেশি এবং বিদেশি ওষুধের বিক্রয়মূল্য নির্ধারণ করে। অনুমোদিত বিক্রয়মূল্য ওষুধের মোড়ক সামগ্রীতে (কার্টন ও লেবেল) মুদ্রণ করা বাধ্যতামূলক। ’

‘ওষুধ উৎপাদনকারী ও আমদানিকারক প্রতিষ্ঠান সকল ওষুধের মোড়ক সামগ্রীতে (কার্টন ও লেবেল) ওষুধের মূল্য মুদ্রণ করত: বাজারজাত থাকে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত ফার্মেসি পরিদর্শন করে বিষয়টি তদারকি করে।”


ঢাকা/আসাদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়