ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সরকার সম্পূর্ণ অসাম্প্রদায়িক চেতনায়: সাধন চন্দ্র

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকার সম্পূর্ণ অসাম্প্রদায়িক চেতনায়: সাধন চন্দ্র

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সম্পূর্ণ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।

শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও মেলাঙ্গনে ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটি আয়োজিত ‘মহানগর পরিবার দিবস ২০২০ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় একটি পরিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেমনি একটি ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছেন। এই কাজে সবার সহযোগিতা দরকার।

সংখ্যালঘুদের জন্য রাজনৈতিক ক্ষমতায়ন, অর্থনৈতিক সাম্য ও সামাজিক সমতা বর্তমান সরকার নিশ্চিত করছে বলে জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে দাবি জানানোর পাশাপাশি সংখ্যালঘুদের নিজেদেরও উদ্যোগ নিতে হবে। নিজেরা সচেষ্ট না হলে অনেক আইনি অধিকারও ভোগ করা কঠিন হয়।

এসময় সাংসদ হাজি মোহাম্মদ সেলিম, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক  নিমর্ল কুমার চ্যাটার্জী প্রমুখ বক্তব্য রাখেন।

পরিবার দিবসে তিন গুণীজনকে সম্মাননা জানানো হয়। তাঁরা হলেন মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক পঙ্কজ ভট্টাচার্য, সমাজ সেবক ড. দিলিপি দাশগুপ্ত, ক্রিড়াবিদ অমলেষ সেন(মরণোত্তর)।

অনুষ্ঠানে গীতা পাঠ, উলুধ্বনি, শঙ্খ বাদন, যেমন খুশি তেমন সাজো প্রভৃতি প্রতিযোগিতা ছিল। ছিল স্মৃতিচারণা ও আড্ডা।


ঢাকা/আসাদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়