ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দূষণে দায়ী কারখানার বিরুদ্ধে ব্যবস্থা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দূষণে দায়ী কারখানার বিরুদ্ধে ব্যবস্থা

বর্জ্য দূষণে দায়ী শিল্প-কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

রোববার বিকেলে সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় নদী রক্ষা কমিশনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শিল্প-কারখানার দূষিত বর্জ্য পানি দূষণের অন্যতম কারণ। কারখানায় দূষণ নিয়ন্ত্রণের জন্য বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনের বিষয়টি নিশ্চিত করতে হয়। কিন্তু এখনো অনেক কারখানায় সে ব্যবস্থা নেই। ফলে বর্জ্য শোধনাগারবিহীন পানি দূষণকারী শিল্প কারখানা সমূহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ঢাকাসহ সারা দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলির বর্জ্য ব্যবস্থাপনায়ও বিশেষ উদ্যোগ নেয়া হবে।  তারা জায়গা নির্ধারণ করলে সেখানে বর্জ্য ব্যবস্থাপনার বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও জানান মন্ত্রী।

আলোচনার শুরুতে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বাংলাদেশের নদীসমূহের অবৈধ দখল, দূষণ ও নাব্যতা বিষয়ে বিস্তারিত ভিডিও প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি সারাদেশের নদীসমূহ কীভাবে অবৈধ দখলদারদের কবলে পড়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করেন।


ঢাকা/নঈমুদ্দীন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়