ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

খাবার প্যাকেটে স্ট্যাপলার পিন ব্যবহার করলে জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খাবার প্যাকেটে স্ট্যাপলার পিন ব্যবহার করলে জরিমানা

ফাইল ফটো

যে কোনো ধরনের খাবার প্যাকেটে এখন থেকে স্ট্যাপলার পিন বা এ জাতীয় কিছু ব্যবহার না করার পরামর্শ দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। না হলে এ অপরাধে শাস্তি বা নগদ অর্থ জরিমানা হতে পারে।

এ বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের আইন মেনে চলতে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

নির্দেশনার মধ্যে আছে মোড়ক উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল স্বাস্থ্যসম্মত হতে হবে, এতে ধাতব বস্তু ব্যবহার করা যাবে না, নিম্নমানের ও রিসাইকেল পলিথিন, খবরের অথবা লিখিত কাগজ ব্যবহার করা যাবে না। গরম খাবার বা পানীয় পরিবেশনে নিম্নমানের ও রিসাইকেলড প্লাস্টিক কাপ, বক্স বা পাত্র ব্যবহার করা যাবে না।

নির্দেশনায় আরো বলা হয়েছে, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। এ শাস্তি সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড বা ২০ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।


ঢাকা/হাসান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়