ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাকায় পৌঁছেছে চীনের চিকিৎসা সরঞ্জাম

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকায় পৌঁছেছে চীনের চিকিৎসা সরঞ্জাম

করোনাভাইরাস প্রতিরোধে চীনের প্রতিশ্রুত টেস্টিং কিটস এবং ডাক্তার ও নার্সদের ব্যবহারের পোশাক (পিপিই) নিয়ে বিশেষ প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় চীনের কুমনিং থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলের পর এসব সরঞ্জাম আনা হয়েছে।

ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস জানিয়েছে, চীনের রাষ্ট্রদূত লি জিমিং উপহারগুলো বিমানবন্দরেই বাংলাদেশের কাছে হস্তান্তর করেন।

বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ এ সহায়তা গ্রহণ করেন।

চীন সরকারের বিশেষ এই সহায়তার মধ্যে রয়েছে ১০ হাজার টেস্টিং কিটস, ১৫ হাজার সার্জিক্যাল এনরেসপিরেটর, ডাক্তার ও নার্সদের ব্যবহারের ১০ হাজার পোশাক (পিপিই) এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার।

গত ১৮ মার্চ ঢাকায় চীনের দূতাবাস এক বিবৃতিতে করোনাভাইরাস ইস্যুতে বাংলাদেশকে এই সহায়তা দেওয়ার কথা জানায়।

এর আগে চীনা দূতাবাস বাংলাদেশ কর্তৃপক্ষকে পাঁচশর বেশি কোভিড-১৯ টেস্ট কিটস হস্তান্তর করে। এছাড়া চীন সরকারের সহায়তার আরেকটি চালান ঢাকায় আসবে আগামী রোববার (২৯ মার্চ)।


ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়