ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মিরপুরে বনরুই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরপুরে বনরুই

অবৈধভাবে পাচারের সময় একটি বনরুই উদ্ধার করেছে র‍্যাব-২।

এছাড়া পাচারের সঙ্গে জড়িততের ৩ লাখ টাকা জরিমানা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (২৬ মাচর্) বিকেলে র‌্যাব-২ থেকে জানানো হয়, বুধবার রাতে মিরপুরের দক্ষিণ পাইকপাড়া থেকে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বনরুইটি উদ্ধার করে। এ সময় ৬ জনকে আটক করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বনরুইটি পাচারের কথা স্বীকার করে এবং বন্যপ্রাণী আইনে রুইটি ধরা অবৈধ বলে জানিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

তিনি রাইজিংবিডিকে বলেন, বৃহস্পতিবার রুইটি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় বন্যপ্রাণী প্রতিরোধ আইনে মামলা করেছে বন ও পরিবেশ অপরাধ ইউনিট।


মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়