ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঢাকায় মৃদু তাপপ্রবাহ, আরো বাড়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৫, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকায় মৃদু তাপপ্রবাহ, আরো বাড়ার শঙ্কা

ঢাকাসহ দেশের কয়েক জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৮ মার্চ) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, আজ দুপুর পর্যন্ত ঢাকার তাপমাত্রা ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। এটি আরো বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বজলুর রশিদ জানান, ঢাকা ফরিদপুর, গোপালগঞ্জ,  পাবনা, খুলনা, চুয়াডাঙ্গা, বাগেরহাট, পটুয়াখালী, ভোলা, বরিশাল, রাঙামাটি, সিলেট অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ, ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি ধরনের তাপ প্রবাহ আর ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

 

ঢাকা/নূর/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়