ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

করোনা রোগীদের নিজের গাড়ি দিলেন ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা রোগীদের নিজের গাড়ি দিলেন ব্যারিস্টার সুমন

করোনাভাইরাসের আক্রান্ত রোগী বহনে নিজের গাড়ি অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহারের জন্য ছেড়ে দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। তার জন্মস্থান হবিগঞ্জের চুনারুঘাট স্বাস্থ্য করপ্লেক্সে ওই গাড়ি ব্যবহারের জন্য চালকসহ প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় তিনি রাইজিংবিডিকে বলেন, বর্তমানে আমার গাড়ি দরকার নাই। আমি তো বাসায় লকডাউন অবস্থায় আছি। তাই চালকসহ আমার ব্যবহার করা গাড়িটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) মুমিন উদ্দিন চৌধুরীর কাছে দেওয়ার প্রস্তাব করেছি। এটা তারা অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করতে পারবে।

ব্যারিস্টার সুমন তার ফেসবুক পেজে এ বিষয়ে লিখেছেন, করোনাভাইরাসের আপদকালীন সময়ের জন্য আমার এ জিপ গাড়ি আমার জন্মস্থান চুনারুঘাট উপজেলার সব মানুষের জন্য অ্যাম্বুল্যান্স হিসেবে কাজ করবে। গাড়ির প্রয়োজনে চুনারুঘাট সদর হাসপাতালে যোগাযোগ করতে বলেছেন তিনি।


ঢাকা/মেহেদী/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়