ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনার ক্ষতি পোষাতে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনার ক্ষতি পোষাতে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি

করোনাভাইরাসের কারণে হওয়া আর্থিক ক্ষতি পোষাতে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি জানিয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স। সুনির্দিষ্ট কর পদ্ধতি প্রবর্তন ও সিগারেটে দুটি মূল্যস্তর করারও দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (২৯ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)  কাছে তামাকের কর ও মূল্যবৃদ্ধির দাবিসম্বলিত ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব জমা দেয় অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স। এনবিআরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবছর ইমেইলের মাধ্যমে এ বাজেট প্রস্তাব জমা দেওয়া হয়।  

প্রস্তাবে বলা হয়েছে, তামাকপণ্যের দাম বাড়ানো হলে বছরে ৬ লাখ অকাল মৃত্যু রোধ হবে এবং ১০ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব অর্জিত হবে, যা সরকার করোনাভাইরাস সংক্রান্ত সংকট মোকাবিলায় ব্যবহার করতে পারবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, তামাকাসক্ত ব্যক্তিরা বেশি করোনার ঝুঁকিতে আছেন। বাংলাদেশে ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক সেবন করেন।  প্রায় ৪ কোটি ১০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ নিজবাড়িতেই পরোক্ষ ধূমপানের শিকার হন।  প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তামাকের ক্ষতির শিকার হওয়া এই বিপুল পরিমাণ মানুষ বর্তমানে মারাত্মকভাবে করোনাভাইরাসের ঝুঁকির মধ্যে আছেন। তামাকের সহজলভ্যতাই এর প্রধান কারণ। অল্প দামে তামাকপণ্য কেনার সুযোগ এবং ত্রুটিপূর্ণ করকাঠামোর কারণে পদক্ষেপ সঠিকভাবে কাজ করছে না। তামাকের দাম বেশি হলে তরুণরা, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী তামাক ছাড়তে উৎসাহিত হয়।


ঢাকা/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়