ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

১৪ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের টেলিফোন নম্বর সচল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৪ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের টেলিফোন নম্বর সচল

প্রায় ১৪ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের টেলিফোন নম্বর সচল হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরের পর নম্বর সচল হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।  এর আগে শনিবার মধ্যরাত থেকে কেউ ফায়ার সার্ভিসের টেলিফোন নম্বরে সংযোগ পাচ্ছিলেন না।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘রোববার দুপুর সোয়া ২টার দিকে সবগুলো নম্বর সচল হয়। এর আগে শনিবার দিনগত রাত ১২টা ৩৫ মিনিটের পর থেকে ফায়ার সার্ভিসের বিটিসিএল নম্বরগুলোতে ফোন যাচ্ছিলো না। তবে জরুরি প্রয়োজনে ৩টি বিকল্প নম্বর চালু ছিল।’

অবশ্য বিটিসিএল জানিয়েছে, মগবাজার শাখার মূল এএনএস (অ্যাকসেস নেটওয়ার্ক সুইচ) গেটওয়েতে কারিগরি ক্রটির কারণে এক এলাকা থেকে অন্য এলাকায় ফোন যেতে সমস্যা হচ্ছে। একই জোনে বা নিজস্ব এলাকায় ফোন করতে কোনো সমস্যা হচ্ছে না। যেসব মোবাইল ফোন বিসিসিএল গেটওয়ে ব্যবহার করে (আইসিএক্স) তাদেরও সমস্যা হচ্ছে। তবে তা দ্রুত ঠিক করা হচ্ছে।


ঢাকা/মাকসুদ/জেডআর   
    

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়