ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

প্রাণিসম্পদ অধিদপ্তরে কন্ট্রোল রুম চালু ৪ এপ্রিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাণিসম্পদ অধিদপ্তরে কন্ট্রোল রুম চালু ৪ এপ্রিল

করোনায় পোল্ট্রি ও ডেইরি খাতের সংকট মোকাবিলার লক্ষ্যে ৪ এপ্রিল (শনিবার) কন্ট্রোল রুম চালুর সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। রাজধানীর ফার্মগেটের প্রাণিসম্পদ অধিদপ্তরে এই কন্ট্রোল রুম চালু হবে। বৃহস্প‌তিবার (২ এপ্রিল) বি‌কে‌লে  ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কন্ট্রোল রুম পরিচালিত হবে। দুধ, ডিমসহ পোল্ট্রি ও ডেইরি পণ্য ও খাদ্য পরিবহন, বিপণনের বিভিন্ন সমস্যা হটলাইনের মাধ্যমে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হবে কন্ট্রোল রুম থেকে।

বৈঠকে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ। এতে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, উপসচিব ডা. অমিতাভ চক্রবর্তী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার প্রমুখ।


ঢাকা/নঈমুদ্দীন/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়