ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

৫০০ পরিবার পেলেন সমাজসেবা অধিদপ্তরের ত্রাণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৫০০ পরিবার পেলেন সমাজসেবা অধিদপ্তরের ত্রাণ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে সমাজসেবা অধিদপ্তর।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর সোবহানবাগ, শুক্রাবাদ ও এর আশপাশের এলাকার শ্রমজীবী-কর্মহীন পরিবারের মধ্যে এসব  খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সমাজসেবা অধিদপ্তর পরিচালক (প্রশাসন ও অর্থ) আবু মাসুদ ও উপ-পরিচালক (ইউসিডি) মোহা. কামরুজ্জামান, শহর সমাজসেবা কর্মকর্তা মাহফুজুর রহমান ও লিয়াজো অফিসার মো. নূরুল আমিন খান।

এ বিষয়ে অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সচিব মোহাম্মদ জয়নুল বারীর নির্দেশনায় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক সহায়তায় দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি, পথশিশু, কর্মহীন শ্রমিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

এ লক্ষ্যে প্রতিদিন ঢাকা শহরের ৫০০ পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, আধালিটার সয়াবিন তেল ও একটি করে সাবান দেওয়া হচ্ছে।  গত ২৮ মার্চ থেকে এ কার্যক্রম চলছে। শিগগিরই এ কার্যক্রম জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়সমূহের মাধ্যমে দেশব্যাপী সম্প্রসারণ করা হবে।

 

হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়