ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সৌদিতে বাংলাদেশি হজকর্মী নিয়োগ পরীক্ষা স্থগিত

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৫, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদিতে বাংলাদেশি হজকর্মী নিয়োগ পরীক্ষা স্থগিত

করোনা পরিস্থিতি মহামারি আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে ২০২০ সালের হজ মৌসুমে বিভিন্ন পদে মক্কা মোকাররামা, মদিনা মোনাওয়ারা ও জেদ্দার জন্য অস্থায়ী ভিত্তিতে নেওয়া হজকর্মীদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ হজ অফিস জেদ্দা।

রোববার (৫ এপ্রিল) হজ কাউন্সিলর মোহাম্মদ মাকসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

মোহাম্মদ মাকসুদুর রহমান বলেন, ‘বাংলাদেশ থেকে আগত হাজিদের খেদমতের জন্য যে সব বাংলাদেশিরা আবেদন করছিলেন করোনাভাইরাসের সংক্রমণ তথা সৌদি আরবে চলমান কারফিউ পরিস্থিতির কারণে তাদের ইন্টারভিউ নির্ধারিত তারিখে গ্ৰহণ করা যাচ্ছে না।’

পরিস্থিতি স্বাভাবিক হলে সাক্ষাৎকারের তারিখ পুনঃনির্ধারণ করা হবে ও সংশ্লিষ্টদের তা বিজ্ঞপ্তি ও মোবাইলে এসএমএস করে জানানো হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে ৯ জিলহজ (৩০ জুলাই) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন পবিত্র হজ পালনে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

 

ঢাকা/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়