ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনা সংকটের মধ্যেও খুশির খবর মাজেদ গ্রেপ্তার: ড. মোমেন

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা সংকটের মধ্যেও খুশির খবর মাজেদ গ্রেপ্তার: ড. মোমেন

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি আবদুল মাজেদের গ্রেপ্তার হওয়াকে করোনা সংকটের মধ্যে খুশির সংবাদ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

মাজেদের গ্রেপ্তার হওয়ার খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, করোনা সংকটের মধ্যেও আমরা খুশির একটা খবর পেলাম।  বঙ্গবন্ধুর খুনিদের একজন আবদুল মাজেদ গ্রেপ্তার হয়েছে।

তিনি বলেন, আমরা আশা করেছিলাম, মুজিববর্ষে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অন্তত একজনকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে।  আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা তা সম্ভব হলো।  তবে, এখনো চারজন খুনি পলাতক রয়েছে; এদের একজন যুক্তরাষ্ট্রে, আরেকজন কানাডায়।

প্রত্যাশা ব‌্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রী বলেন, মুজিববর্ষেই বাকি খুনিদেরও দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা সম্ভব হবে। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি দরকার দেশের ও প্রবাসী জনগণের সহযোগিতা। 


ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়