ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৩৪ হাজার পরিবারকে ২ কোটি টাকা সহায়তা বাণিজ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
৩৪ হাজার পরিবারকে ২ কোটি টাকা সহায়তা বাণিজ্যমন্ত্রীর

পীরগাছা-কাউনিয়ায় করোনায় কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বাণিজ্যমন্ত্রী ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য টিপু মুনশি।

পীরগাছা-কাউনিয়া উপজেলায় পর্যায়ক্রমে ৩৪ হাজার পরিবারে মধ্যে দুই কোটি টাকার সহায়তা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।  শনিবার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত অর্থায়নে ৩৪ হাজার পরিবারের মধ্যে ৬১,২০,০০০ টাকা মূল্যের ১ লাখ ৭০ হাজার কেজি চাল, ১৭,০০,০০০ টাকা মূল্যের ৬৮ হাজার কেজি আটা, ২০,৪০,০০০ টাকা মূল্যের ১ লাখ ০২ হাজার কেজি আলু, ২৮,৯০, ০০০ টাকা মূল্যের ৩৪ হাজার লিটার তেল, ৩,৩৬,০০০ হাজার টাকা মূল্যের ৬,০০০ কেজি চিনি, ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৬, ০০০ কেজি সেমাই, ৫৪,৪০,০০০ টাকা মুল্যের ৬৮ হাজার কেজি ডাল, ৪,৪২,০০০ টাকা মূল্যের ১৭,০০০ কেজি লবণ, ৩,৪০,০০০ টাকা মূল্যের ৩৪ হাজার সাবান বিতরণ সম্পন্ন হয়েছে।

এছাড়াও, রংপুরের বিভিন্ন সংগঠন ও সংস্থায় এবং হত দরিদ্রদের কাছে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।  পীরগাছা এবং কাউনিয়া  উপজেলার দরিদ্র মানুষ প্রধানমন্ত্রীর নগদ আর্থিক সুবিধার আওতায় এসেছেন।  সুবিধাভোগীদের মধ্যে রয়েছে- কৃষি শ্রমিক, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণ শ্রমিক, দোকানের কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কর্মরত শ্রমিক, পোল্ট্রি খামারের শ্রমিক, হস্তশিল্পের, বাস-ট্রাকসহ পরিবহন শ্রমিকসহ নানা পেশার মানুষ।


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়