ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাকা ছাড়লেন আরও ১৫৪ থাই নাগরিক

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঢাকা ছাড়লেন আরও ১৫৪ থাই নাগরিক

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের মধ্যে তৃতীয় দফায় ১৫৪ জন থাইল্যান্ডের নাগরিক বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরে গেছেন। এ নিয়ে বাংলাদেশ ছাড়লো দেশটির ৩৮৬ নাগরিক।

ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস জানায়, শনিবার (২৩ মে) সকাল ১১টায় থাই এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (SL2225) ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

এসময় বিমানবন্দরে থাই দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফ্লাইটটি বিকেলে ব্যাংকক পৌঁছাবে।

এর আগে গত ১৭ এপ্রিল প্রথম দফায় ৩৫ জন থাইল্যান্ডে ফিরে যান। দ্বিতীয় দফায় গত ১৪ মে  থাইল্যান্ডের ১৯৭ জন নাগরিক ঢাকা ত্যাগ করেন। এবার তৃতীয় দফায় ১৫৪ জন  থাই নাগরিক ফিরে গেলেন।


ঢাকা/হাসান/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়