ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনায় সবচেয়ে বেশি মারা যাচ্ছেন যে বয়সের রোগীরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় সবচেয়ে বেশি মারা যাচ্ছেন যে বয়সের রোগীরা

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬০ বছরের বেশি বয়সীরা সবচেয়ে বেশি মারা যাচ্ছেন।  এ বয়সীদের মারা যাওয়ার শতকরা হার ৪২।

শনিবার (৩০ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, মারা যাওয়াদের হিসাব থেকে জানা যায়, ১ থেকে ১০ বছরের মধ্যে মৃতের হার শতকরা দুইজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে মৃতের সংখ্যা নেই, ২১ থেকে ৩০ বছরের মধ্যে শতকরা তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে শতকরা সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে শতকরা নয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে শতকরা ২৭ জন এবং ৬০ বছরের বেশি শতকরা ৪২ জন মারা যাচ্ছেন।

২৯ মে (শুক্রবার) পর্যন্ত এ হিসাব বলে জানান নাসিমা সুলতানা।

এদিকে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬১০ জনে।  একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৭৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৬০৮ জনে দাঁড়িয়েছে।


ঢাকা/মামুন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়