ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মিরপুরে ত্রাণ নিয়ে আ.লীগ নেতা ও কাউন্সিলর গ্রুপের সংঘর্ষ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৮, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মিরপুরে ত্রাণ নিয়ে আ.লীগ নেতা ও কাউন্সিলর গ্রুপের সংঘর্ষ

রাজধানীর মিরপুরে ত্রাণ বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এ সময় বেশ কয়েকজন আহত হয়।

মঙ্গলবার (২ জুন) রাত ১২টার পর স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে।  বুধবার (৩ জুন)  দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ত্রাণ বিতরণকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।

জানা গেছে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি ও স্থানীয় কাউন্সিলর জহিরুল ইসলাম মানিকের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।  মিরপুর দশ নম্বর সড়কে বিহারীদের একটি অফিস থেকে বের হওয়ার পরপরই এস এম মান্নান কচির অনুসারী সাদাকাত খান ফাক্কুর ওপর হামলা হয়।  ফাক্কুর লোকজন এগিয়ে গেলে তারাও হামলার শিকার হয়।  এতে আহত হন মো. শাওকাত খান, মো. ইমরান খান, মো. ইকবাল, মো. রাজু ও সোহেল।

সাদাকাত খান ফাক্কু অভিযোগ করে বলেন, স্থানীয় কাউন্সিলর জহিরুল ইসলাম মানিকের লোকজন এই হামলা চালায়।

এদিকে, কাউন্সিলর জহিরুল ইসলাম মানিক অভিযোগ অস্বীকার করে বলেন, ফাক্কুর লোকজন ত্রাণ লুট করেছে।

 

মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়