ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘করোনা থেকে রক্ষা পেতে মাস্ক বড় হাতিয়ার’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘করোনা থেকে রক্ষা পেতে মাস্ক বড় হাতিয়ার’

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মাস্ক একটি বড় হাতিয়ার বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বৃহস্পতিবার (০৪ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তিনি এ তথ্য জানান।

নাসিমা সুলতানা বলেন, ‘করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সচেতনতা ও সতর্কতা খুব বেশি দরকার।  আমরা প্রত্যেকে মাস্ক ব্যবহার করবো।  মাস্ক তারাই ব্যবহার করবেন না যারা নিজে মাস্ক খুলতে পারেন না।  যেমন- অজ্ঞান ব্যক্তি, যারা কোনো না কোনোভাবে প্রতিবন্ধী এবং দুই বছর বয়সের নিচের শিশু।  তারা ছাড়া প্রত্যেকে মাস্ক ব্যবহার করবেন।’

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮১ জনে দাঁড়িয়েছে।  সংগৃহীত নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৪২৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।  এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৭ হাজার ৫৬৩ জনে দাঁড়িয়েছে।


ঢাকা/মামুন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়