ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘জাফরুল্লাহ ঝুঁকিমুক্ত নন’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘জাফরুল্লাহ ঝুঁকিমুক্ত নন’

নভেল করোনাভাইরাসে আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী এখনো ঝুঁকিমুক্ত নন।

শনিবার (৬ জুন) দিবাগত রাতে গণস্বাস্থ্যের ফেসবুক পেজে তার শারীরিক অবস্থার আপডেট জানিয়ে এ সব তথ্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ।

তিনি জানান, গতকাল রাতে (শুক্রবার) তাকে ডায়ালাইসিস এবং প্লাজমা থেরাপি দেওয়া হয়। আজ  (শনিবার) আবার ডায়ালাইসিস দেওয়া হয়। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন থেরাপি লাগছে।

তিনি বলেন, আগে সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস লাগলেও পরিস্থিতির সাপেক্ষে উনার চিকিৎসক প্রতিদিন ডায়ালাইসিস করার সিদ্ধান্ত নিয়েছেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

 

ঢাকা/সাওন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়