ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মেট্রোরেলের ২৫০০ কর্মী ছাঁটাই: প্রতিবাদে অবস্থান কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৭, ৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মেট্রোরেলের ২৫০০ কর্মী ছাঁটাই: প্রতিবাদে অবস্থান কর্মসূচি

মেট্রোরেল প্রজেক্ট বাস্তবায়নের সঙ্গে যুক্ত থাইল্যান্ডের আইটিডি নামে এক কোম্পানির ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পদের আড়াই হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

রোববার (৭ জুন) সকাল ৯টা থেকে আগারগাঁওয়ে ওই কোম্পানির অফিসের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মীরা। 

তাদের দাবি সম্বলিত ব‌্যানারে লেখা রয়েছে, কোভিড-১৯ এর এই দুর্যোগকালীন সময়ে চাকরিচ্যুত আড়াই হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। করোনা পরিস্থিতির জন্য প্রকল্পের কাজ বন্ধ থাকলে সরকারি ঘোষণা অনুযায়ী ৬৫ শতাংশ বেতন দিতে হবে।

আগামী ডিসেম্বরের মধ্যে কোনো কর্মী ছাঁটাই না করা ও মে মাসের বকেয়া বেতন আগামী এক সপ্তাহের মধ্যে দেওয়ার দাবি করেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া চাকরিচ্যুত ইঞ্জিনিয়ার মিলটন এ বিষয়ে বলেন, ‘আমাদের চাকরিচ্যুতির যে নোটিশ দেওয়া হয়েছে সেখানে থাইল্যান্ডের কোম্পানি কর্তৃপক্ষের কোনো সই ছিল না। আমরা মূল কোম্পনির সইযুক্ত নোটিশ দেখতে চাই। আমরা বলতে চাই, তারা আমাদের সঙ্গে অন্যায় করেছে। প্রধানমন্ত্রীর কাছে আমরা ন্যায়বিচার চাই।’



ঢাকা/এম এ রহমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়