ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মাদকের তালিকায় ব্যথানাশক ট্যাবলেট ট্যাপেন্টাডল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মাদকের তালিকায় ব্যথানাশক ট্যাবলেট ট্যাপেন্টাডল

ব্যথানাশক হিসেবে ব্যবহৃত ট্যাপেন্টাডল ওষুধকে মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করেছে সরকার।

ট্যাপেন্টাডল ওষুধ মাদকের বিকল্প হিসেবে ব্যবহার করায় একে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তফসিলে যুক্ত করে বুধবার (৮ জুলাই)  গেজেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (১০ জুলাই) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খোরশেদ আলম রাইজিংবিডিকে বলেন, এই ট্যাবলেট যাচাই করে মাদকের উপাদান পাওয়া যায়।  এখন থেকে এর ব্যবহার বন্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে।

গেজেটে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রস্তাব অনুযায়ী ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সুপারিশের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৬৫ ধারা অনুযায়ী ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে ট্যাপেন্টাডলকে  তফসিল ভুক্ত করা হলো।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, এ আইনের তফসিলে উল্লেখিত কোনো দ্রব্য বা মাদকদ্রব্যের সাথে অন্য যেকোনও দ্রব্য একীভূত, মিশ্রিত কিংবা দ্রবীভূত থাকলে সেসব দ্রব্যকেও মাদকদ্রব্য হিসেবে গণ্য করা হয়।


মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়