ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাঁজরের ব্যথায় খেলছেন না তামিম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৮, ১৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাঁজরের ব্যথায় খেলছেন না তামিম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে খেললেও দ্বিতীয় রাউন্ডে খেলছেন না তামিম ইকবাল। দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনের খেলা মাঠে গড়িয়েছে আজ। সাত সকালে পাঁজরের ব্যথা অনুভব করেন তামিম। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্বিতীয় ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন বাঁহাতি এ ওপেনার।

আপাতত তামিম বিশ্রামে থাকবেন। পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে তিনি ঠিক কতদিন বিশ্রামে থাকবেন। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী রাইজিংবিডিকে তা নিশ্চিত করেছেন।

২০১৫ সালের পর জাতীয় ক্রিকেট লিগে এই প্রথম খেলতে এসেছেন তামিম। চার বছর পর জাতীয় ক্রিকেট লিগে তার ফেরাটা খুব একটা ভালো হয়নি। প্রথম ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। প্রথম ইনিংসে চট্টগ্রাম বিভাগের হয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে অতি সাবধানী ব্যাটিং ৩০ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসেও তামিমের ব্যাট থেকে আসে ৪৬ রান। দুই ইনিংসেই তাকে আউট করেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরেও ব্যর্থ ছিলেন তামিম। এরপর আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বিশ্রামে থাকার পর এবার জাতীয় লিগের শুরুটা ভালো হয়নি তার।

 

ঢাকা/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়