ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রথম দিন শেষে রংপুর ২৬৩/৮

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ১৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম দিন শেষে রংপুর ২৬৩/৮

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে মুখোমুখি হয়েছে রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগ। রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম স্তরের এই ম্যাচে রংপুর বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৬৩ রান তুলে প্রথম দিন শেষ করেছে। ক্রিজে আছেন তানবীর হায়দার (২৬) ও রিশাদ হোসেন (১)। তারা দুজন আগামীকাল রোববার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।

রংপুরের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন সোহরাওয়ার্দী শুভ। আর রাজশাহীর হয়ে বল হাতে ৪ উইকেট নিয়েছেন দেলোয়ার হোসেন।

রংপুর বিভাগ শূন্যরানে প্রথম উইকেট হারানোর পর ১১ রানে যেতেই দ্বিতীয় উইকেট হারায়। এরপর সোহরাওয়ার্দী শুভ, নাঈম ইসলাম, আরিফুল হকের ব্যাটে তারা এগোয়। শুভ ২১৭ বল খেলে ১৫ চারে ১০৫ রান করে আউট হন। আরিফুল হকের ব্যাট থেকে আসে ৫৭টি রান। ৭টি চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি। নাঈম করেন ৪০ রান।

বল হাতে দেলোয়ার হোসেন ৫৫ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন। দেখার বিষয় কালকে পাঁচ উইকেটের কোটা পূর্ণ করতে পারেন কিনা। মোহর শেখ নিয়েছেন ৩টি উইকেট।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়