ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২৪৮ রানের লিড নিয়েছে রংপুর

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ১৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৪৮ রানের লিড নিয়েছে রংপুর

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ তথা শেষ রাউন্ডে লড়ছে রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম স্তরের এই ম্যাচে রংপুর বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে ২৭৪ রান সংগ্রহ করে। এরপর রাজশাহী বিভাগকে তারা অলআউট করে ২৫৪ রানে। ২০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে আজ সোমবার তারা ব্যাট করতে নামে। ৬ উইকেট হারিয়ে ২২৮ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। তাতে ২৪৮ রানের লিড পেয়েছে রংপুর। ক্রিজে আছেন তানবির হায়দার (৭২) ও রিশাদ হোসেন (১৮)। তারা দুজন আগামীকাল সোমবার চতুর্থ ও শেষ দিনে ব্যাট করতে নামবেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শূন্যরানেই প্রথম উইকেট হারায় রংপুর। ৪৮ রানে দ্বিতীয় ও ৫৯ রানে তৃতীয় উইকেট হারায়। ৮১ রানে চতুর্থ উইকেট হারিয়ে বিপাকে পড়ে রংপুর। সেখান থেকে তানবির হায়দার সতীর্থ নাসির হোসেনকে নিয়ে দলীয় সংগ্রহকে ১২১ পর্যন্ত নিয়ে যান। এই রানে ফিরে যান নাসিরও। এরপর আরিফুল হককে নিয়ে ষষ্ঠ উইকেটে ৮৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। ২০৬ রানের মাথায় আরিফুল বিদায় নেন হাফ সেঞ্চুরি থেকে ২ রান দূরে থাকতে। এরপর রিশাদ হোসেনকে নিয়ে দিনের বাকি সময়টুকু পার করেন তানবির। ১৪৫ বল খেলে ৪টি চারের সাহায্যে ৭২ রান নিয়ে অপরাজিত আছেন তিনি।

কালকে দলীয় সংগ্রহকে কতদূর টেনে নিতে পারেন দেখার বিষয়।


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়