ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এমন দিনেও অচেনা রমনা-চারুকলা (ফটো স্টোরি)

শাহীন ভুঁইয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ১৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমন দিনেও অচেনা রমনা-চারুকলা (ফটো স্টোরি)

ছবি : শাহীন ভুঁইয়া

খুব ভোর থেকেই রমনা বটমূলে প্রবেশের জন্য লাইনে দাঁড়াতে হলো। দীর্ঘক্ষণ লাইন ধরে ঘণ্টা দুয়েক পর বটমূলের সেই অনুষ্ঠানস্থলে পৌঁছালাম। তারপর বৈশাখকে আমন্ত্রণ জানিয়ে একঝাক তরুণ-তরুণীর মনোজ্ঞ পরিবেশনা উপভোগ-বন্ধুদের সঙ্গে...! কী, ভাবছেন এবারের বৈশাখে এসব আবার কবে হলো? সত্যিই তাই, বাংলা নববর্ষ-১৪২৭ কে বরণ করতে রমনার সেই ঐতিহাসিক বটমূলে মঙ্গলবার (১৪ এপ্রিল)  ছিল না কোনো আয়োজন। একেবারেই নিস্তব্ধ ছিল রাজধানীর রমনা পার্কসহ আশপাশের এলাকা। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে বাঁচতে সামাজিক দূরত্বে অংশ হিসেবে বন্ধ রাখা হয় নববর্ষের সব আয়োজন।

প্রতিবার পহেলা বৈশাখে যেখানে রমনা, চারুকলা, টিএসসি, রবীন্দ্র সরোবরে লোকে লোকারণ্য থাকতো এবার তার বিপরীত চিত্র। যেন কাক-পক্ষীও নেই এসব স্থানে।

রমনা পার্কের পশ্চিমপ্রান্তের প্রবেশের গেট এভাবেই তালা দেওয়া ছিল। সাইনবোর্ডটাও ছিড়ে একাকার

এমন দিনে এতোটা নিষ্প্রাণ থাকার কথা ছিল কী এই রমনা পার্ক। প্রকৃতি যেন এই নিস্তব্ধতা আলিঙ্গন করে নিয়েছে

চারুকলার প্রবেশমুখেও ঝুলছে তালা। নেই আঁকিয়েদের কোনো ছোটাছুটি, মঙ্গলশোভাযাত্রা নিয়ে কোনো উৎসব

এ যেন পহেলা বৈশাখের অচেনা বকুলতলা। যেখানে এমন দিনে নাচ-গানে মেতে থাকবো হাজারো তরুণ-তরুণী সেখানে আজ সুনসান নিরিবতা

জনমানবহীন মৎসভবনের সামনের রাস্তা। কেউ আবার ভুলেও ভাববেন এটা হরতালের কোনো চিত্র। করোনাকালে চারদিকে নিস্তব্ধতার সাক্ষী এই রাজপথ



ঢাকা/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়