ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনাকালে ফাঁকা ঢাকা (ফটো স্টোরি)

শাহীন ভুঁইয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ২০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাকালে ফাঁকা ঢাকা (ফটো স্টোরি)

ছবিটি ঢাকার ব‌্যস্ততম সায়েদাবাদ বাসস্ট‌্যান্ডের। যাত্রীদের চিরচেনা সেই ভিড় আর নেই। বাসগুলো অলস বসে আছে। ছবি : শাহীন ভুঁইয়া

করোনাভাইরাসের ভয়াবহ আক্রমণে বিশ্বের প্রায় সবকয়টি দেশ বিশেষ সময় পার করছে। লকডাউন ঘোষণা করে দেশের মানুষকে ঘরে বন্দি রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হচ্ছে, যাতে ভাইরাসটির সংক্রমণ রোধ করা যায়। এ অবস্থায় বিশ্বের সমস্ত ব‌্যস্ত নগরী এখন ফাঁকা। জনসমাগমে গমগমে শহর এখন প্রায় ভূতুড়ে।

তেমনটি আমাদের দেশের রাজধানীতেও দেখা গেছে। চিরচেনা সেই ঢাকাকে কোনোভাবেই মেলানো যায় না। ফাঁকা এই ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোর ছবি তুলেছেন রাইজিংবিডির ফটো সাংবাদিক শাহীন ভূঁইয়া। চলুন দেখে ছবিতে দেখে নেওয়া যাক ঢাকার এক অচেনা রূপ।

এই সেই গাবতলী। কেউ কখনো ভাবতেও পারেনি এমন ভিড়হীন পরিচ্ছন্ন গাবতলী কাউন্টার দেখতে পাবেন।

 

মহাখালীতেও দেখা গেল একই চিত্র। নেই যাত্রীদের মুখরতা, হাঁক-ডাক। সবই যেনো স্থবির হয়ে গেছে।

 

প্রাণহীন কমলাপুরর রেলওয়ে স্টেশন। সারাদিন গমগম করতে থাকা স্টেশনটি যেনো পরিত‌্যাক্ত-ভূতের বাড়ি।

 

এটি শ‌্যামলী বাসস্ট‌্যান্ডের চিত্র। ফাঁকা রাস্তা। ওভারব্রিজও ফাঁকা,নেই পথচারি পারাপারে ব‌্যস্তা-হুড়োহুড়ি।

 

ফাঁকা প্রেসক্লাব চত্বর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের দাবি দাওয়া নিয়ে মিছিল-সমাবেশ, অবস্থান কর্মসূচি কিছুই নেই আর।

 

সদাব‌্যস্ত মতিঝিল এখন একেবারেই ফাঁকা। ব‌্যাংপাড়া খ‌্যাত মতিঝিলের এ দশা হবে কেউ কি ভেবেছিল আগে?

 

শিক্ষার্থীদের পদভারে মুখরিত টিএসসির রাজু ভাস্কর্য এখন প্রাণহীন। বিশ্ববিদ‌্যালয় ছুটি থাকায় শিক্ষার্থীদের মিলনমেলা আপাতত বন্ধ। তাই প্রাণ নেই প্রাণের টিএসসিতে।

 


ঢাকা/সাজেদ

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়