ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কাশ্মীর নিয়ে মন্তব্য নয় : কাদের

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাশ্মীর নিয়ে মন্তব্য নয় : কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক : ভারতের কাশ্মীর সংকটকে দেশটির অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার রাজধানীর মিরপুরে মাজার রোডে আওয়ামী লীগের পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এক অভিযানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাশ্মীর নিয়ে এই অবস্থানের কথা জানান সরকারের এই মন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত সুদীর্ঘ ৭০ বছর পর তাদের সংবিধান থেকে কাশ্মীর নিয়ে ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্ত করেছে। তাদের পার্লমেন্টের উচ্চকক্ষ  রাজ্যসভা ও লোকসভায় এই বিল পাশ হয়েছে। এর ফলে ভারত তাদের নিজেদের পার্লামেন্টে জনপ্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছে।’

‘এই বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাদের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কোনো প্রকার মন্তব্য এবং কোনো প্রকার প্রশ্ন করা এখতিয়ার নেই। এটা তাদের নিজস্ব বিষয়। এ নিয়ে কোনো প্রশ্ন করতে চাই না।’

এ সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ আওয়ামী লীগের  বিভিন্নস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৯/রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়