ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিবিসিকে দেয়া তথ্য সঠিক নয়: ফখরুল

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিবিসিকে দেয়া তথ্য সঠিক নয়: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: হেফাজতে মৃত্যু নিয়ে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তথ্য দিয়েছেন তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকেলে নয়াপল্টনে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা আমার কাছে পরিস্কার যে, এখানে প্রধানমন্ত্রী যে তথ্য দিয়েছেন তা সঠিক নয়। পত্র-পত্রিকার রিপোর্টে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে আমরা দেখেছি, প্রতিবছর এখানে জুডিশিয়াল কাস্টডিতে মৃত্যু হয়েছে ৪ শ থেকে ৭ শ।’

বিএনপি মহাসচিব বলেন, ‘হেফাজতে যে নির্াতন একটা কমন ব্যাপার। আমাদের অনেক নেতা-কর্মী আছেন যাদের পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়েছে। এগুলো আপনারা সবাই জানেন, পত্র-পত্রিকায় এসেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘যারা সরকারবিরোধী মত ও ভিন্নমত পোষন করেন তাদের উপর অত্যাচার-নির্যাতন আরো বেশি করে চলছে।’

মঙ্গলবার বিবিসি বাংলা বিভাগে একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘হেফাজতে মৃত্যুর বিষয়ে একটি শ্রেণি অপপ্রচার চালাচ্ছে।’


রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৯/সাওন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়