ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘১৫ আগস্ট ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর দিন’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ১৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘১৫ আগস্ট ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর দিন’

জ্যেষ্ঠ প্রতিবেদক : ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস। দিনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর দিন। আজ অপরিমেয় শোকাহত চিত্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শাহাদাৎ বরণকারী তাঁর পরিবার-পরিজনকে। এই দিনে আমি পরম করুণাময় আল্লাহর দরবারে জাতির জনক এবং ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বুধবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘১৯৭৫ সালের এই কালো দিনে কুখ্যাত ঘাতকচক্রের হাতে ধানমণ্ডির নিজ বাসভবনে আমাদের দেশের অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শহীদ হন। এই নৃশংসতা বিশ্ব ইতিহাসে বিরল।’  

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি ছিলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার রূপকার এবং সোনার বাংলাদেশ বিনির্মাণের শ্রেষ্ঠতম কারিগর। তাঁর মতো মহীরুহের হত্যাকাণ্ডের শোক গোটা জাতিকে অনন্তকাল ধরে বইতে হবে। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন একটি সোনার দেশ গড়ার লক্ষ্যে যদি আমরা দলমত নির্বিশেষে কাজ করে যেতে পারি, তাহলেই হয়তো তাঁর বিদেহী আত্মা শান্তি পাবে।’  

‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো দলীয় বৃত্তের মধ্যে সীমাবদ্ধ নন। তাঁর পরিধি গোটা দেশময়। এদেশের মাটি আর মানুষের মধ্যেই তাঁর ব্যাপ্তি। তিনি গোটা জাতির জনক। তাঁর আদর্শ ও কর্ম আমাদেরকে প্রতিফলন করতে হবে, বলেন জাপা চেয়ারম্যান।

 

রাইজিংবিডি/ঢাকা/ ১৪ আগস্ট ২০১৯/নঈমুদ্দীন/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়