ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ছাত্রলীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি : কাদের

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৮, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছাত্রলীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি : কাদের

সংসদ প্রতিবেদক : ছাত্রলীগের কমিটি নিয়ে চূাড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি,  সেক্রেটারির বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী দেখছেন। ছাত্রলীগে কোনো সংযোজন, বিয়োজন, পরিবর্তন, সংশোধনের প্রশ্ন আসলে প্রধানমন্ত্রী নিজেই করবেন।’

ছাত্রলীগের সম্মেলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আগাম সম্মেলনের কোনো সিদ্ধান্ত পাইনি। বিষয়টি পার্টির অভ্যন্তরীণ। বিষয়টি নেত্রী নিজেই দেখেছেন। পার্টির চারজনকে ছাত্রলীগের বিষয়টি দেখাশুনার দায়িত্ব দিয়েছেন। সিদ্ধান্ত আকারে কিছু না আসলে সে বিষয়ে আমি কিছু বলতে পারি না।’

তিনি বলেন, ‘দলের ভেতরে খারাপ কাজ হলে, শৃঙ্খলা ভঙ্গ হলে কাউকে তিরস্কার করার পক্ষে আমি। আর  ভালো কাজ করলে পুরস্কারও দেওয়া উচিত।’

তিনি আরো বলেন, ‘নেত্রী সম্পূর্ণ দায়িত্ব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে যাচাই-বাছাই করে ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেছেন। আমি নেত্রীর পক্ষ থেকে ঘোষণা দিয়েছি। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি, ইউনিভার্সিটি ও সিটি উত্তর-দক্ষিণে একসঙ্গে সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষিত হয়েছিল। এটা নেত্রী নিজেই নির্ধারণ করে দিয়েছিলেন।’

 

রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৯/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়