ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিএনপির দুদু’কে জাতির কাছে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ১৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপির দুদু’কে জাতির কাছে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম

সম্প্রতি একটি টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দেওয়া বক্তব্যের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু’র শাস্তি দাবি করেছে বাংলাদেশ যুব মহিলা লীগ। একই সঙ্গে তার ওই বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমতা চাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটির সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল।

বৃহস্পতিবার সংগঠনের দপ্তর সম্পাদক বীনা চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়েছে।

যুব মহিলা লীগের নেতৃদ্বয় বলেন, ‘সম্প্রতি ডিবিসি টেলিভিশনে অনুষ্ঠিত এক টকশোতে বিএনপি ভাইস চেয়ারম্যান শামুসুজ্জামান দুদু বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ কটুক্তি করেছেন। শামসুজ্জামান দুদু’র এমন ধৃষ্টতাপূর্ণ ও ষড়যন্ত্রমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তারা বলেন, ‘১৫ আগস্টের মাধ্যমে যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, সেভাবে শেখ হাসিনাকেও বিদায় নিতে হবে’- শামসুজ্জামান দুদু’র এমন ন্যাক্কারজনক বক্তব্য নিছক কথার কথা নয়, এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বাংলাদেশে মুক্তিযুদ্ধবিরোধী পাকিস্তানি ভাবধারার যে রাজনীতি শুরু হয়েছিল শামসুজ্জামান দুদু’রা আজও সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।’

“আমরা শামসুজ্জামান দুদু’র এমন ধৃষ্টতাপূর্ণ বক্তব্যকে তার ব্যক্তিগত অভিমত মনে করি না। এটা বিএনপি’র রাজনৈতিক অবস্থান। বিএনপি নেতাদের এ ধরনের সংঘবদ্ধ অপচেষ্টা অতীতেও দেশবাসী প্রত্যক্ষ করেছে।”   

তারা বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশের অগ্রগতিতে থমকে দেওয়ার সকল ধরনের অপচেষ্টা প্রতিহত করতে বাংলাদেশ যুব মহিলা লীগের নেতা-কর্মীরা অতন্দ্র প্রহরী হিসেবে রাজপথে থাকবে।’

 

ঢাকা/পারভেজ/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়