ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্বেচ্ছাসেবক, শ্রমিক ও কৃষক লীগের সম্মেলনের তারিখ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বেচ্ছাসেবক, শ্রমিক ও কৃষক লীগের সম্মেলনের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন ও এক ভ্রাতৃপ্রতীক সংগঠনের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের তারিখ নির্ধারণ করতে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতাদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ নভেম্বরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের, ৯ নভেম্বর শ্রমিক লীগের এবং ২ নভেম্বর কৃষক লীগের সম্মেলন হবে।

এ সম্পর্কে জানতে চাইলে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওছার রাইজিংবিডিকে বলেন, ১৬ নভেম্বর সম্মেলন করতে আমরা প্রস্তুতি নিচ্ছি।

২০১২ সালে ১১ জুলাই স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছিল। কমিটিতে সভাপতির দায়িত্ব পান মোল্লা আবু কাওছার। আর সাধারণ সম্পাদক হন পঙ্কজ দেবনাথ।

অন্যদিকে ২০১২ সালের ১৯ জুলাই কৃষক লীগের কেন্দ্রীয় সম্মেলন হয়। এই কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে ২০১৫ সালের জুলাইয়ে। চার বছর আগে কমিটির মেয়াদ চলে গেলেও নতুন কমিটি আসেনি। এমনকি সম্মেলনের কোনো উদ্যোগও নেয়া হয়নি। একই বছর হয়েছিল শ্রমিক লীগেরও সম্মেলন। সে হিসেবে চার বছর আগেই মেয়াদ ফুরিয়েছে এই সংগঠনেরও।


ঢাকা/পারভেজ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়