ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গরিবের সংখ্যা ও বৈষম্য বাড়ছে : কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গরিবের সংখ্যা ও বৈষম্য বাড়ছে : কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেভাবে বাড়ছে, সেই হারে গরিব মানুষের সংখ্যা কমছে না। গরিব মানুষের সংখ্যা দিনে দিনে বেড়ে চলছে, সেই সঙ্গে সমাজে বাড়ছে বৈষম্য।

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের অফিসে জাতীয় হকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, সমাজে বৈষম্য আছে বলেই সমাজে খুব বেশি গরিব। ধনী মানুষের সংখ্যা বাড়ছে। এটা কোনো সুস্থ সমাজের লক্ষণ নয়। আমরা চাই, সমাজে মধ্যবিত্তের সংখ্যা বাড়তে থাকুক। আজকে যারা গরিব তারা যেন মধ্যবিত্তের কাতারে উঠে আসে। তাদের সন্তানরা যেন ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে। আমরা ক্ষমতায় আসলে ন্যয়বিচারভিত্তিক বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করব।

জাতীয় হকার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের পরিচালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।

তিনি বলেন, জাতীয় পার্টি হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের জন‌্য রাজনীতি করে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সারা জীবন হতদরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছেন। রাজধানীর প্রতিটি ঘরেই গৃহপরিচারক আছে। আমরা তাদেরও সংগঠিত করতে চাই। দরিদ্র ও শ্রমিক শ্রেণির ঐক্যই জাতীয় পার্টির মূল শক্তি।

অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, হকার্স পার্টির রাজু আহমেদ রিপন, রাবেয়া আক্তার বকুল, মুকুল আমিন, হুমায়ুন কবির, কামাল শেঠ, সাজেদুল হক লিটন প্রমুখ বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান, রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর, হাসিবুল ইসলাম জয়, মনিরুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক ফখরুল আহসান শাহজাদা,  হেলাল উদ্দিন, যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান, যুগ্ম সম্পাদক আহাদ চৌধুরী শাহীন, সুমন আশরাফ, নিজাম উদ্দিন, কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার গালিব, দেলোয়ার হোসেন মিলন, সালাউদ্দিন আহমেদ, সোলায়মান সামী, আনোয়ার হোসেন তোতা, মো. আব্দুল কুদ্দুস মানিক, সরদার নজরুল ইসলাম, আরিফুর রহমান রুবেল প্রমুখ।


ঢাকা/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়