ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মন্ত্রীদের কথার ঠিক নেই : আলাল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ১১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মন্ত্রীদের কথার ঠিক নেই : আলাল

‘মূল্যস্ফীতির প্রধান নায়ক হচ্ছে পেঁয়াজ’- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের এমন বক্তব‌্যের সমালোচনা করে বিএনপির বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘মন্ত্রীরা কখন কী বলে তার ঠিক নেই। তাদের কথার ঠিক নেই।’

বুধবার জাতীয় প্রেসক্লাবে এলডিপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে এক প্রতিবাদী সভায় তিনি এ কথা বলেন।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এম এ মান্নান বলেন, ‘সার্বিকভাবে মূল্যস্ফীতি বেড়েছে। আর এই মূল্যস্ফীতির প্রধান নায়ক হচ্ছে পেঁয়াজ।’

এর প্রেক্ষিতে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘এক মন্ত্রী বলেছেন পেঁয়াজের দাম বাড়ার কারণে মূল্যস্ফীতি হয়েছে। তাহলে চাল-আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব‌্যের যে দাম বেড়েছে সেগুলোর কথা কোন মন্ত্রী বলবেন? মন্ত্রীরা কখন যে কী বলে তার ঠিক নাই।’

খালেদা জিয়ার মুক্তির জন‌্য আন্দোলনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আন্দোলন কখন করব? কীভাবে করব? কী প্রস্তুতি রয়েছে? আমাদের সাধারণ নেতাকর্মীরা সেই জিনিসটাই জানতে চায়। এ কারণে তারা বলে এই ছোট ঘরে মিটিংয়ে আলোচনা সভা করে কোনো লাভ নাই।’

এলডিপির আহবায়ক আব্দুল করিম আব্বাসির সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নির্বাহী কমিটির কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, সংগঠনের সদস্য সচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।


ঢাকা/নূর/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়