ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাপাকে নিয়ে গণতন্ত্রের কর্মশালা করবে মার্কিন সংস্থা ডিআই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ১৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাপাকে নিয়ে গণতন্ত্রের কর্মশালা করবে মার্কিন সংস্থা ডিআই

বিশ্বে গণতন্ত্র বিকাশে কর্মরত মার্কিন সংগঠন ডেমোক্রেটিক ইন্টারন‌্যাশনাল (ডিআই) তাদের আয়োজিত কর্মশালায় অংশ নিতে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানিয়েছে।

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাতে সংগঠনটির প্রতিনিধি দল এ প্রস্তাব দেয়।

বৃহস্পতিবার দুপুরে প্রায় ঘন্টাব্যাপী জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে অনুষ্ঠিত বৈঠকে গণতন্ত্র, সুশাসন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা, নেতৃত্বের উন্নয়ন ও বিকাশ নিয়ে আলোচনা হয়। ডিআই আয়োজিত প্রশিক্ষণ ও কর্মশালায় জাতীয় পার্টির অংশগ্রহণ কর‌তে প্রস্তাব দেয়া হয় বৈঠকে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে সিনিয়র এসোসিয়েট গ্রেগরি মিনজাক ও ডেপুটি ডিরেক্টর সানিয়া রহমান উপস্থিত ছিলেন।

জাপা নেতা‌দের ম‌ধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া, জাতীয় পার্টি নেতা আহসান আদেলুর রহমান এমপি, গোলাম মোহাম্মদ রাজু।

ব্যবসায়ী মান্নান হাওলাদার জাপায় যোগদান

বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মান্নান হাওলাদার জাতীয় পার্টিতে যোগদান করেছেন।

দুপুরে জাতীয় পার্টি বনানী অফিসে পার্টির নেতা শফিকুল আলম মুকুলের নেতৃত্বে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

এসময় জাতীয় পার্টি মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূইয়া, জাতীয় পার্টি নেতা গোলাম মোহাম্মদ রাজু, মো. সেলিম মিয়া, আবু জাফর মুসল্লী, মো. মাসুম বিল্লাহ, ইমতিয়াজ আলী উপস্থিত ছিলেন।


ঢাকা/নঈমুদ্দীন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়