ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শ্রমিক ফ্রন্ট ঢাকা নগরে নতুন কমিটি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ১৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রমিক ফ্রন্ট ঢাকা নগরে নতুন কমিটি

রতন মিয়াকে সভাপতি এবং খালেকুজ্জামান লিপনকে সাধারণ সম্পাদক করে ঢাকা নগরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ১৯ সদস‌্যের নতুন কমিটি করেছে।

১৭ জানুয়ারি শ্রমিক ফ্রন্টের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আলোচনা সভার পর ঢাকা নগর কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৪৯ বছরে এসে দেশের উন্নয়নের নানা বয়ান প্রতিদিন প্রচারিত হচ্ছে। অথচ এই উন্নয়ন আর অগ্রগতির নিয়ামক শক্তি শ্রমিক, তাদের ন্যায্য মজুরি এখনও নিশ্চিত হয়নি। ১০২টি প্রাতিষ্ঠানিক শিল্পখাতের অন্তত ৬২টিতে ঘোষিত মজুরি কাঠামো নেই। রপ্তানি আয়ের প্রধান খাতের গার্মেন্টস শ্রমিকরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা দাবি করছে, দাবির অর্ধেক বেতনও তাদের দেয়া হয়নি।

আলোচনা সভা শেষে শ্রমিক ফ্রন্ট ঢাকা নগর শাখার অনুষ্ঠিত তৃতীয় কাউন্সিলে গঠিত নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন রতন মিয়া, সহসভাপতি আফজাল হোসেন, শাহজালাল, পাকির আলী, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লিপন ও সাংগঠনিক সম্পাদক অ্যাড. ফারুক হোসেন।

শ্রমিক ফ্রন্ট ঢাকা নগর কমিটির সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিকনেতা রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি শ্রমিকনেতা সাইফুজ্জামান বাদশা, স্কপের যুগ্ম-সমন্বয়ক শ্রমিকনেতা নঈমুল হাসান জুয়েল, জি-স্কপের যুগ্ম সমন্বয়ক শ্রমিকনেতা আব্দুল ওয়াহেদ, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সদস্য রতন মিয়া ও ঢাকা নগরের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লিপন।

 

ঢাকা/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়