ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বড় প্রকল্পের কাজে গতি আনার নির্দেশ সেতুমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বড় প্রকল্পের কাজে গতি আনার নির্দেশ সেতুমন্ত্রীর

করোনা সংকটে যেসব প্রকল্পের কাজ বন্ধ ছিলো বা সীমিত আকারে চলেছে, সেসব প্রকল্পের কাজে গতি আনতে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৩১ মে) রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ নির্দেশ দেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘আড়াই মাসের ক্ষতি পুষিয়ে নিতে হবে।  এখন অপচয় করার অর্থ আমাদের নেই।  জনগণের কষ্টার্জিত অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের যেসব প্রকল্প অগ্রাধিকার তালিকায় আছে, সেসব প্রকল্প দ্রুত শেষ করতে হবে। চলমান কাজ থামিয়ে রাখা যাবে না।’

তিনি বলেন, ‘যেসব প্রকল্প দু’মাস ধরে বন্ধ ছিল, কাজ হয়নি; সেসব কাজ নতুন করে শুরু করতে হবে। আর যেসব প্রকল্প সীমিত পর্যায়ে কাজ হয়েছে, যেমন মেট্রোরেল, সেগুলোতে এখন থেকে আরও গতি আনতে হবে।  নিবিড়ভাবে বিভিন্ন প্রকল্পে দেশি-বিদেশি শ্রমিকরা কাজ করে সেখানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।’

আসন্ন বর্ষাকালের কথা স্মরণ করিয়ে দিয়ে সড়ক ও জনপথ বিভাগকে সজাগ থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটিসি’র বাস না চলায় আয়ের পথ বন্ধ ছিলো। শ্রমিক-কর্মচারীদের বেতনের সমস্যা দেখা দেয়। সরকারের সহায়তায় প্রাথমিক সমাধান হলেও সামনে কি করা যায় সেটা গভীরভাবে ভাবতে হবে।’


ঢাকা/পারভেজ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়