ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এরশাদের মৃত্যুবার্ষিকীর দিন উপ-নির্বাচন না করার দাবি জাপার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৪, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
এরশাদের মৃত্যুবার্ষিকীর দিন উপ-নির্বাচন না করার দাবি জাপার

আগামী ১৪ জুলাই সাবেক রাস্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে যশোর-৬ (কেশবপুর) ও বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপনির্বাচন না করার দাবি জানিয়েছে জাতীয় পার্টি।

রোববার (১২ জুলাই) জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে জাতীয় পার্টির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে এ দাবি জানান।

সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, আগামী ১৪ জুলাই সাবেক রাস্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর দিন উপনির্বাচন না করার দাবি জানিয়েছি।

তিনি বলেন, ওইদিন নির্বাচন না করার জন্য পার্টির চেয়ারম্যান কমিশনকে চিঠি দিয়ে ইতোপূর্বে অনুরোধ করেন, এ ব্যাপারেও আলোচনা হয়।

এ সময় তিনি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঞা, সাবেক এমপি ও ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও যুগ্ম মহাসচিব আমির হোসেন, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম।

 

হাসিবুল/এসএম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়